স্ত্রীকে হত্যা করে দুই সন্তান নিয়ে পালিয়ে গেলেন স্বামী:

ডেস্ক রিপোর্ট :

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর দুই সন্তানকে নিয়ে পালিয়েছেন স্বামী শিপন। খবর পেয়ে নিহতের স্বজনেরা তাকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত সোমবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লা রেলস্টেশন এলাকায় ফজলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম লাকি আক্তার (২৬)। তিনি পটুয়াখালীর বাউফল থানার শ্বানেস্বর গ্রামের সাত্তার হাওলাদারের মেয়ে। স্বামী-সন্তানদের নিয়ে রেলস্টেশন এলাকায় ফজলু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন লাকি।

নিহতের ভাগিনা ইমাম হোসেন জানান, ফতুল্লা বাজারের কসাই শিপনকে (৪০) ভালোবেসে বিয়ে করেন লাকি। তাদের সংসারে ১০ বছর বয়সি একটি ছেলে ও ছয় বছর বয়সি একটি কন্যাসন্তান রয়েছে।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে শিপন ফোন করে জানায়, লাকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনার পর শিপন দুই সন্তানকে নিয়ে পালিয়ে যায়।

এ প্রসঙ্গে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘নিহতের স্বামীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *