আজ ঢাকায় আসছে ভুটান, ৪ জুন হামজাদের সঙ্গে প্রীতি ম্যাচ:

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আজ বৃহস্পতিবার (২৯ মে) সকালে ঢাকায় আসছে ভুটান জাতীয় দল। আগামী ৪ জুন এই দুই দলের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। ম্যাচটি বাংলাদেশের জন্য এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে ধরা হচ্ছে।ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহও বাড়ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, ম্যাচের টিকিট অনলাইনে পাওয়া যাবে ‘টিকিফাই’ প্ল্যাটফর্মে। সাধারণ গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা এবং ক্লাব হাউজ টিকিটের মূল্য ১০০০ টাকা।এদিকে, এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ। সে লক্ষ্যেই প্রস্তুতিমূলক হিসেবে আয়োজন করা হয়েছে ভুটান-বাংলাদেশ প্রীতি ম্যাচ।বাফুফে এরই মধ্যে এই দুই ম্যাচ সামনে রেখে জাতীয় দলের ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। জামাল ভূঁইয়াকে অধিনায়ক করে ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরীও। তিনি ঢাকায় আসতে পারেন ১ বা ২ জুন। যদি তিনি ৪ জুন ভুটানের বিপক্ষে মাঠে নামেন, তবে সেটিই হবে বাংলাদেশের জার্সিতে দেশের মাটিতে তার অভিষেক ম্যাচ।তবে স্কোয়াডে থাকা মিডফিল্ডার শমিত সোমের ভুটান ম্যাচে খেলা অনিশ্চিত। আগামী ৩০ মে থেকে শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প।বাংলাদেশ স্কোয়াডগোলরক্ষক: মিতুল মার্মা, সুজন হোসেন, মেহেদি হাসান শ্রাবণডিফেন্ডার: শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণমিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সাইয়্যেদ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, শমিত সোমফরোয়ার্ড: ফাহামেদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, সুমন রেজাবাংলাদেশের সমর্থকদের জন্য এই ম্যাচ শুধু একটি প্রস্তুতি ম্যাচ নয়, বরং দেশের মাটিতে নতুন প্রতিভা ও অভিজ্ঞ ফুটবলারদের একসঙ্গে দেখার বড় সুযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *