বিসিবির সাম্প্রতিক ইস্যুতে মুখ খুললেন তামিম:

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক ইস্যুতে নিয়ে ক্ষুব্ধ সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেছেন, ক্রিকেট বোর্ডে ক্রিকেটের বাইরের সবকিছু হচ্ছে। অথচ ক্রিকেটটাই হচ্ছে না। আজ শুক্রবার (৩০ মে) গণমাধ্যমকে এসব কথা বলেন তামিম। তিনি বলেন, বিসিবি, ক্রিকেটের বোর্ড। অথচ ক্রিকেটের বাইরের সবকিছু হচ্ছে। কে আসবে, কে যাবে, কে প্রেসিডেন্ট হবে, কে হবে না, কে ইলেকশন করবে, কে করবে না এগুলা হচ্ছে। এগুলাও একটা পার্ট। একটা ছোট অংশ। ক্রিকেট বাদে আমি সবকিছুই দেখছি, ক্রিকেটটাই দেখছি না। তিনি হতাশা প্রকাশ করে আরও বলেন, দেখেন, ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ কতটা কমে গেছে। আমি রিকোয়েস্ট করবো, যারা আছেন বা যারা আসবেন, ক্রিকেটটা নিয়ে একটু ভাবুন। কারণ, ক্রিকেট তার আকর্ষণ হারাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *