হামজাদের ভিন্নরকম ঈদ উদযাপন:

ডেস্ক রিপোর্ট :

২০২৫ সালের ঈদুল আজহা বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অনেক খেলোয়াড়ের জন্য হয়ে থাকল এক ব্যতিক্রমী অভিজ্ঞতা। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া হামজা চৌধুরী ও ফাহামেদুল ইসলামের জন্য তো এই ঈদ একেবারেই নতুন রকমের অনুভূতি। দলের সঙ্গে থাকতে গিয়ে পরিবার ও প্রিয়জনদের ছেড়ে ঈদ করতে হচ্ছে ক্যাম্পে। আগেও বিদেশে ঈদ করেছেন তারা, কিন্তু এবার দেশের মাটিতে থেকেও পরিবারবিচ্ছিন্ন ঈদ উদযাপন—এটাই হয়ে উঠেছে বড় এক আবেগের নাম।বাংলাদেশ দলের এই স্কোয়াডের অনেক খেলোয়াড়ই আগে ঈদুল আজহা একসঙ্গে কাটানোর অভিজ্ঞতা অর্জন করেছেন। ২০২৩ সালে ভারত সফরের সময় ঈদ পড়েছিল দলের সফরের মাঝেই, তখন সবাই একত্রে ঈদ উদযাপন করেছিলেন বিদেশের মাটিতে।তবে এবারের পরিস্থিতি একটু ভিন্ন। এবার খেলোয়াড়রা দেশে থাকলেও পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করার সুযোগ পাচ্ছেন না। জাতীয় দলের ক্যাম্পে থাকার কারণে দেশের মাটিতেও তাদের ঈদ কাটছে দলীয় পরিবেশেই, যা ভিন্নরকম এক অভিজ্ঞতা।এদিকে হামজা চৌধুরীর জন্য এবারের ঈদ দিনটাও ছিল ভীষণ ‘স্পেশাল’। ঈদুল ফিতরে ফিলিস্তিনের পতাকা খচিত ব্রেসলেট পরে নামাজে গিয়েছিলেন তিনি, নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন নীরব প্রতিবাদে। আর এবার ঈদুল আজহায় দলের সঙ্গেই আদায় করেছেন নামাজ।ঠিক একই রকম অনুভূতি ছিল ফাহামেদুল ইসলামের মাঝেও। ঈদের নামাজে যাওয়ার আগে ও পরে দুজনের চোখেমুখেই ছিল এক ধরনের উচ্ছ্বাস আর আবেগ—যা বলে দিচ্ছিল, জাতীয় দলের জার্সিতে কাটানো এই ঈদ তাদের জীবনে বয়ে এনেছে এক ভিন্নমাত্রার আনন্দ।ঈদের দিনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটি ভিডিওতে দেখা যায় টিম হোটেল থেকে পুরো দল একসঙ্গে নামাজ আদায় করতে গিয়েছিলেন। দলের খেলোয়াড় থেকে শুরু করে বাকি সব সদস্যের গায়েই ছিল একই রকম পোশাক। সবার পরনে ছিল সাদা পাঞ্জাবি, সাদা পাজামা।টিম হোটেল থেকে বেরিয়ে রাস্তায় নামতেই ভক্তরা ভীড় করেন হামজাদের ঘিরে। একই দৃশ্যের দেখা মিলেছে নামাজ শেষেও। তাদের ঘিরে সেলফি শিকারীদের ভীড় ছিল চোখে পড়ার মতো। ভুটান ম্যাচ শেষে বাংলাদেশ অনুশীলনে নেমে পড়েছে গতকালই। ঢাকা জাতীয় স্টেডিয়ামে পুরো দল অনুশীলন করেছে গতকাল সন্ধ্যায়। ঈদের দিনেও এই সূচিতে ব্যাঘাত ঘটবে না। বাংলাদেশ দল আজ বিকেলে অনুশীলনে নামবে বলেই জানা গেছে।ভুটানের বিপক্ষে ২-০ গোলে দারুণ জয়ের পর বাংলাদেশ এখন দারুণ নির্ভার। যদিও দলের বড় পরীক্ষাটা হবে আগামী ১০ জুন। সেদিন বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইপর্বে খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *