নির্বাচনের রোডম্যাপ যেন অনিশ্চিত হয়ে না পড়ে: জামায়াত আমির:
ডেস্ক রিপোর্ট:
প্রধান উপদেষ্টার নির্বাচনের রোডম্যাপ যেন অনিশ্চিত হয়ে না পড়ে সেই বিষয়ে লক্ষ্য রাখার তাগিদ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পাশাপাশি নির্বাচনে যুবক ও প্রবাসীদের ভোট নিশ্চিতের দাবি জানিয়েছেন তিনি।সোমবার (৯ জুন) দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির আরও বলেন, প্রবাসীদের রেমিট্যান্স যুদ্ধা বলবেন কিন্তু নাগরিকত্বের প্রথম অধিকার ভোট থেকে বঞ্চিত রাখা হবে, এটা মেনে নেওয়া হবে না। বড়লেখা উপজেলা জামায়াতের আয়োজিত ঈদ পূ্র্ণমিলনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের, সিলেট নগর আমির ফখরুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।