রাম চরণের শুটিং সেটে দুর্ঘটনা, কেমন আছেন এখন?:
ডেস্ক রিপোর্ট :
দক্ষিণী সিনেমার সুপারস্টার রাম চরণ প্রযোজিত আসন্ন ছবি ‘দ্য ইন্ডিয়া হাউস’-এর শুটিং সেটে ঘটেছে একটি দুর্ঘটনা। তেলেঙ্গানার শামশাবাদ এলাকায় শুটিং চলাকালে হঠাৎ করে ফেটে যায় একটি পানির ট্যাঙ্ক, যার ফলে প্লাবিত হয়ে পড়ে পুরো সেট। দুর্ঘটনার দৃশ্য ধারণ করা একাধিক ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এ দুর্ঘটনায় রাম চরণের কোনো ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়নি।ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-কে একটি সূত্র জানিয়েছে, হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় শুটিং কার্যক্রম ব্যাহত হয় এবং একজন সহকারী ক্যামেরাম্যানসহ কয়েকজন ক্রু সদস্য গুরুতর আহত হন। পানির ট্যাঙ্ক বিস্ফোরণের কারণেই এ বিপত্তির সৃষ্টি হয়।সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দুর্ঘটনার কিছু দৃশ্য স্পষ্টভাবে দেখা গেছে। সেখানে ‘দ্য ইন্ডিয়া হাউস’-এর সেটে বড় ধরনের ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। ভিডিওতে দেখা যায়, অনেক ক্রু সদস্য পানিতে ডুবে যাওয়া সেট থেকে অন্যদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা করছেন।দুর্ঘটনার পর ‘দ্য ইন্ডিয়া হাউস’-এর শুটিং আপাতত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, এবং প্রযোজনার সময়সূচিতেও এর উল্লেখযোগ্য প্রভাব পড়েছে। নির্মাতারা বর্তমানে পুরো পরিস্থিতি মূল্যায়ন করছেন। আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এখনো প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিকভাবে দুর্ঘটনা নিয়ে কোনো বিবৃতি দেয়নি। আহত ক্রু সদস্যদের অবস্থা সম্পর্কেও এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ পায়নি।‘দ্য ইন্ডিয়া হাউস’ একটি পিরিয়ড ড্রামা, যার পটভূমি ১৯০৫ সাল। সিনেমাটির গল্পে উঠে এসেছে প্রেম ও বিপ্লবের মিশ্রতা। রাম চরণ তার প্রযোজনা প্রতিষ্ঠান ভি মেগা পিকচার্সের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন। সিনেমাটির পরিচালনায় রয়েছেন রাম বংশী কৃষ্ণ। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন নিখিল সিদ্ধার্থ। আরও রয়েছেন সাই মাঞ্জরেকর ও অনুপম খের। ২০২৩ সালে বিপ্লবী ভিডি সাভারকরের ১৪০তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত একটি টিজারের মাধ্যমে রাম চরণ এই সিনেমার ঘোষণা দিয়েছিলেন।