‘১৫ বছরে রাজনৈতিক স্বার্থে ব্যবহার হয়েছে জাতীয় বাজেট’:
ডেস্ক রিপোর্ট :
যদিও নতুন সরকার বলছে তারা সংস্কার চায়, তবে এবারের বাজেটে তেমন কোনো কাঠামোগত পরিবর্তনের ছাপ পাওয়া যায়নি বলে মন্তব্য করেন বিশষ্টজনেরা।
শনিবার (১৪ জুন) প্রেসক্লাবে ‘গণতান্ত্রিক অধিকার কমিটি’র বাজেট-আলোচনা সভায় তারা এ কথা বলেন। তারা বলেন, গত দেড় দশকের বাজেট বাস্তবায়নের অভিজ্ঞতা বলছে, বাজেট কখনোই সাধারণ মানুষের কথা মাথায় রেখে তৈরি হয়নি।
স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবই বারবার প্রশ্নের মুখে ফেলেছে জাতীয় বাজেটকে। সভায় বক্তারা আরও বলেন, গত ১৫ বছরে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে জাতীয় বাজেট। বর্তমান সরকারের বাজেটেও সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
তাদের মতে, উন্নয়নের নামে প্রকল্প ব্যয় বাড়ছে, কিন্তু নাগরিকের জীবনে তার সুফল স্পষ্ট নয়। স্বচ্ছতা ও জবাবদিহিতার জায়গা নিশ্চিত না হলে, কোনো বাজেটই মানুষের কল্যাণে কার্যকর হবে না বলেও মন্তব্য করেন তারা।