রণবীর নন ‘শক্তিমান’ হচ্ছেন আল্লু অর্জুন:

ডেস্ক রিপোর্ট :

বলিউডের নব্বই দশকের অন্যতম সফল ও আইকনিক সুপারহিরো সিনেমা ‘শক্তিমান’ আবারও বড় পর্দায় ফিরে আসছে—এটি নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল যে রণবীর সিংই অভিনয় করবেন ‘শক্তিমান’ চরিত্রে। তবে এখন জানা গেছে, রণবীর এই সিনেমার অংশ নন। তিনি নিজেই নিষেধ করেছেন, নাকি নির্মাতাদের পক্ষ থেকে বাদ দেওয়া হয়েছে, এ বিষয়ে কোনো তথ্য অবশ্য ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেনি। তবে রণবীরের পরিবর্তে সুপারহিরোর চরিত্রে অভিনয়ের জন্য নাম উঠে এসেছে আরেক সুপারস্টারের। তিনি আল্লু অর্জুন। নির্মাতারা এ মেগা-বাজেটের সিনেমাটির জন্য এরইমধ্যে অভিনেতার সঙ্গে কথাও বলেছেন। জানা গেছে, আল্লু চূড়ান্ত সিদ্ধান্ত না দিলেও পরামর্শ দিয়েছেন পরিচালক হিসাবে কাকে নিতে হবে। সুপারহিরো সিনেমা ‘মিন্নাল মুরালি’র জন্য প্রশংসা পাওয়া বেসিল জোসেফ এই সিনেমাটি দারুন বানাতে পারবেন বলেই আল্লুর মত।সূত্র জানিয়েছে, শক্তিমানকে নস্টালজিয়া ফ্যাক্টর ধরে রেখে নতুন রূপ দেওয়া এবং প্রযুক্তির সঙ্গে তা পুনরায় নতুন করে তুলে ধরার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। সিনেমাটিকে তারা আন্তর্জাতিক মানের করে বানাতে চান। এতে ভিএফএক্স, অ্যাকশন এবং আবেগের দারুন সমন্বয় দেখা যাবে। এর মূল দায়িত্বে রয়েছে সনি পিকচার্স। চারটি ভিন্ন ইন্ডাস্ট্রির অংশীদাররা এই প্রজক্টের সঙ্গে জড়িত।অন্যদিকে আল্লু অর্জুন বর্তমানে একটি নতুন ছবির প্রস্তুতি নিচ্ছেন, যেখানে তার নায়িকা হিসেবে থাকছেন দীপিকা পাডুকোন। এই সিনেমাটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অন্যদিকে, রণবীর সিং ব্যস্ত রয়েছেন মহাকাব্যিক সিনেমা ‘রামায়ন’-এর কাজে, যেখানে তিনি রামের চরিত্রে অভিনয় করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *