রাতে মাস্ক পরে পালাতে চেয়েছিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, অতঃপর…:

ডেস্ক রিপোর্ট :

খুলনার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সৌভিক ভৌমিক জয়কে (২৫) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক।গতকাল শনিবার (১৪ জুন) দিবাগত রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে খুলনা ইউনাইটেড ক্লাবের সামনে থেকে সৌভিক ভৌমিক জয়কে গ্রেপ্তার করে পুলিশ। তিনি খুলনার সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা মিহির কুমার ভৌমিকের ছেলে।খোজ নিয়ে জানা যায়, সৌভিক ভৌমিক জয় জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছেন। তার নেতৃত্ব সাধারণ ছাত্রদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে। দীর্ঘদিন পালিয়ে থাকার পর সম্প্রতি তিনি তার খুলনার বাসায় এসে থাকা শুরু করেন। ইউনাইটেড ক্লাবে এলে লোকজন তাকে চিনতে পারলে তিনি মাস্ক পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সৌভিক ভৌমিক জয়কে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় ছাত্র-জনতা। তার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *