কারিশমার সাবেক স্বামী সঞ্জয়ের মৃত্যু নিয়ে ধোঁয়াশা, কী বলছেন চিকিৎসক?:

ডেস্ক রিপোর্ট :

মাত্র ৫৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় শিল্পপতি ও বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুর। বৃহস্পতিবার (১২ জুন) মারা যান সঞ্জয়। তার এই আকস্মিক মৃত্যু ভারতের কর্পোরেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছে। ভারতীয় সংবাদমাধ্যমে উঠে এসেছে, প্রত্যক্ষদর্শীদের কথায় জানা গেছে, খেলা চলাকালীন একটি মৌমাছি সঞ্জয়ের মুখে ঢুকে যায় এবং সম্ভবত জিভে হুল ফোটায়। তখনই তিনি ঘাড়ে ও গলায় তীব্র ব্যথা অনুভব করেন এবং আম্পায়ারকে জানান যে তিনি কিছু গিলে ফেলেছেন, দম বন্ধ হয়ে আসছে। এরপরই তিনি হঠাৎ অজ্ঞান হয়ে মাঠেই লুটিয়ে পড়েন।তবে ম্যাচে উপস্থিত অনেকেই ‘গিলে ফেলা’ বা ‘শ্বাসরোধ’ নয়, বরং মৌমাছির হুলকেই আসল কারণ বলে মনে করছেন।পরিবারের ঘনিষ্ঠ সূত্রও বলছে, সম্ভবত তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়, যার সঙ্গে হয়তো হুল ফোটানোর প্রতিক্রিয়াও জড়িয়ে রয়েছে।এ বিষয়ে চিকিৎসকদের কী মত?কার্ডিওলজিস্ট ড. নরেশ ত্রেহান, মেদান্ত হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান, বলেন- ‘মৌমাছির হুলে অ্যানাফাইল্যাকটিক শক হতে পারে, যদিও সেটা খুব সাধারণ নয়। মূল প্রশ্ন হল, সেটিই কি সমস্যা তৈরি করেছে, নাকি তিনি পোলো খেলার সময়েই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন?’তিনি আরও বলেন, ‘এমন ঘটনা থেকে আবারও আমাদের শিক্ষা নেওয়া দরকার, কারণ তরুণ বয়সেই আজকাল হার্ট অ্যাটাকের ঘটনা বাড়ছে। পোলোর মতো বেশ শারীরিক কসরতের খেলায় হার্টের ওপর অতিরিক্ত চাপ পড়ে।’একই মত ড. আশীষ আগরওয়াল, আকাশ হেলথকেয়ারের কার্ডিওলজি বিভাগের প্রধানের। তার কথায়, ‘জিভে মৌমাছির হুল পড়লে সেই বিষ দ্রুত রক্তে মিশে গিয়ে অ্যালার্জিক রিঅ্যাকশন তৈরি করতে পারে। কিছু রোগীর ক্ষেত্রে তা মারাত্মক হয়ে উঠে অ্যানাফাইল্যাকটিক নামক এক শকে পরিণত হয়, যা হার্ট অ্যারেস্ট ডেকে আনতে পারে।’যদিও পোলো খেলতে গিয়ে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। ২০২২ সালের আগস্টে দিল্লিতে পোলো খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন আরেক খেলোয়াড় মাধব বুচি প্রকাশ। ফলে এই ঘটনা নিছক ব্যতিক্রম নয় বলেই মনে করছেন চিকিৎসকরা।সঞ্জয় কাপুরের বর্তমান স্ত্রী প্রিয়া কাপুর একজন উদ্যোক্তা ও মডেল। তাদের এক সন্তানও রয়েছে, আজারিয়াস।তিনি এর আগে দু’বার বিয়ে করেন। প্রথম স্ত্রী ডিজাইনার নন্দিতা মহতানি। তাদের বিচ্ছেদ হয় ২০০০ সালে। তারপর তিনি অভিনেত্রী কারিশমা কাপুরকে বিয়ে করেন ২০০৩ সালে। তাদের বিচ্ছেদ হয় ২০১৬ সালে। কারিশমার সঙ্গে তার দুই সন্তান রয়েছে, সামাইরা ও কিয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *