ভারতে পালানোর সময় যুবলীগ নেতা আটক:
ডেস্ক রিপোর্ট :
চুয়াডাঙ্গার দামুড়হুদায় দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় তানোর থানা যুবলীগের সাধারণ সম্পাদক যুবায়ের ইসলামকে (৫০) আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। আটক যুবায়ের ইসলাম রাজশাহী জেলার তানোর উপজেলার সাদি গ্রামের মৃত আবুল কালামের ছেলে।পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী তানোর থানার সাদি গ্রামের যুবলীগের সেক্রেটারি পাসপোর্টধারী যুবায়ের ইসলাম দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ইমিগেগ্রন পুলিশ তার খোঁজ-খবর নেয়।এ সময় তার বিরুদ্ধে তানোর থানায় মামলা আছে নিশ্চিত হয়ে তাকে আটক করা হয়।দর্শনা ইমিগ্রেশন ওসি রমজান আলি জানান, আটক ব্যাক্তির নামে তানোর থানায় একটি নাশকতা মামলা রয়েছে। এ কারণে তাকে আটক করা হয়েছে।