মাত্র ৩০ কোটি বাজেটের সিনেমার আয় ১৫০ কোটি, কী আছে এতে?:
ডেস্ক রিপোর্ট :
মালয়ালম জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল। তার অভিনীত ‘আভেশাম’ সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিলো। ‘আভেশাম’ সিনেমাটি পরিচালনা করেছেন জিতু মহাদেবান। অ্যাকশন–কমেডি সিনেমায় ফাহাদ ফাসিলকে দেখা যায় একেবারেই ভিন্নরূপে, এক গ্যাংস্টারের রূপে হাজির হন এই মালয়ালম অভিনেতা।সিনেমাটি প্রশংসিত হয় এর দুর্দান্ত চিত্রনাট্য, হাস্যরস আর সম্পাদনার কারণে। ৩০ কোটি বাজেটের সিনেমাটি বক্স অফিসে দেড় শ কোটি ব্যবসাও করেছিল।
‘আভেশাম’ পুরোটা ফাহাদের ওয়ান ম্যান শো!! ফাহাদের এন্ট্রি সিন থেকে শুরু করে সিনেমার শেষ পর্যন্ত স্ক্রিন থেকে চোখ সরানো যায় নি।