যেখানে একান্তে মুগ্ধতা ছড়াচ্ছেন মিম:

ডেস্ক রিপোর্ট :

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম কর্মব্যস্ততার ফাঁকে মাঝে মাঝেই নিজের জন্য খানিকটা অবকাশ খুঁজে নেন। ঈদ কিংবা ছুটি পেলেই বেরিয়ে পড়েন দেশের বাইরের কোনো গন্তব্যে। এবার ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে গেছেন শ্রীলঙ্কা। লঙ্কার বিভিন্ন মনোরম লোকেশন থেকে একের পর এক ছবি পোস্ট করে এরই মধ্যে নজর কেড়েছেন নেটিজেনদের। তার শেয়ার করা প্রতিটি মুহূর্তেই মিলছে ভ্রমণ ও স্টাইলের মেলবন্ধন।এবারও স্বামী সনি পোদ্দারকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন। এবার মিম গিয়েছিন শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়ার দ্বীপদেশটি থেকে পোস্ট করেছেন বেশ কয়েকটি ছবি। তবে দেশটির কন্দালামা হ্রদ থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘যখন প্রকৃতি তোমার হাতের তালুতে পুরোপুরি এসে যায়।’ ক্যাপশনের সঙ্গে ছবির মিল রয়েছে। বিদ্যা সিনহা মিমকে দেখা যাবে কন্দালামা হ্রদের পাশে সবুজঘেরা একটি রিসোর্টের সুইমিংপুলে সাঁতার কাঁটছেন। এক পাশে পাহাড় আরেক পাশে হ্রদে নিজেকে প্রকৃতির মাঝে হারিয়ে ফেলেছেন ‘আমার আছে জল’ অভিনেত্রী। দীর্ঘ দিন ধরেই পর্দায় নেই মিম।২০২২ সালের ডিসেম্বরে রায়হান রাফীর ‘দামাল’ ছবিতে সর্বশেষ দেখা গিয়েছিল তাকে। এর আগে ২০২২ সালের পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘পারণ’ দিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন। ছবিটি মুক্তির পর নতুন অনেক কাজের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু গল্প আর চরিত্র পছন্দ না হওয়ায় রাজি হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *