সমাজকে বিভক্ত করে দিচ্ছেন ড. ইউনূস : আনিস আলমগীর:

ডেস্ক রিপোর্ট :

সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর বলেছেন, ক্ষমতায় এসে প্রথম বক্তৃতায় ড. ইউনূস বলেছিলেন—আমি একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ব, সবাই মিলেমিশে আমরা থাকবো। কিন্তু প্রথম দিন থেকেই আমি বলে এসেছি, ড. ইউনূস এসেছেন আমাদের এই সমাজটাকে টুকরা টুকরা করে দিতে। উনি প্রত্যেকটি কর্মকাণ্ডে আমাদের সমাজকে বিভক্ত করে দিচ্ছেন। সম্প্রতি একটি টক-শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, শেখ হাসিনার আমলে, খালেদা জিয়ার আমলে আমাদের যেটুকু বিভক্তি ছিল, এখন ঘরে ঘরে বিভক্তি। এই বিভক্তির জনক হচ্ছেন উনি। এর খেসারত এই জাতিকে দিতে হবে, তাকেও দিতে হবে। তিনি আরও বলেন, আমাদের এখানে এখন মুক্তিযোদ্ধা নাকি রাজাকার এটা নিয়ে চলছে, হিন্দু না মুসলিম এটা নিয়ে বিভক্তি চলছে।সবকিছু মিলিয়ে দেখতে পাচ্ছি, তিনি যে জাতিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছেন বা বলছেন সেগুলো ছিল কথার কথা। উনি আসলে এখানে জঙ্গিদের ঐক্যবদ্ধ করেছেন। তিনি একটি জঙ্গি শাসন আমাদের উপহার দিচ্ছেন। সাংবাদিক আনিস আলমগীর বলেন, এই যে একটা রাজনৈতিক ডামাডোল, একটা সমস্যার মধ্যে আছি।এই সমস্যা থেকে সবাই উত্তরণ চায়। উত্তরণ হচ্ছে ডক্টর ইউনূস সুন্দরভাবে একটা নির্বাচন দিয়ে বিদায় নেওয়া। এখন শান্তিপূর্ণ নির্বাচন কিভাবে হবে? কারণ, তিনি নিজেই তো অশান্তি করে রেখেছেন। তিনি একটা বৃহত্তর রাজনৈতিক দলকে বাইরে রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *