তারেক রহমান ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবেই ড. ইউনূসের কাছে গিয়েছেন: রনি:

ডেস্ক রিপোর্ট :

রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবেই দেখা করতে গিয়েছেন।’রনি বলেন, ‘তারেক রহমান ড. ইউনূসের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় চমৎকার একটা গাড়িতে করে সেখানে গেছেন। এত সুন্দর ড্রেস এবং বেস্ট সুজ। তার যে সুট তার ভিতরে যে শার্ট ছিল, আমি গত ১৫-২০ বছরে তারেক রহমানকে এত ওয়েল ড্রেসে দেখিনি।’তিনি বলেন, ‘এর আগে তিনি সবসময় যে গাড়িতে এয়ারপোর্টে বেগম খালেদা জিয়াকে নিতে এসেছেন বা চলেছেন, ভাঙাচুরা গাড়ি। কিন্তু এবার একেবারে ল্যান্ডরোভার ডিফেন্ডার; একদম হাইয়েস্ট গ্রেডের গাড়ি এবং লন্ডনের মতো শহরে অত সুন্দর গাড়ি খুব সাধারণত হয় না।’গোলাম মাওলা বনি আরো বলেন, ‘তারেক রহমানের গাড়ির সামনে একটা রেঞ্জরোভার ছিল বা মারসিডিজ ছিল এবং তিনি সামনের সারিতে বসে এসেছেন। তার সিকিউরিটি গার্ড ছিল।গার্ডের হাতে এরকম জিনিসপত্র ছিল তারা জাস্ট লাইক একটা প্রাইম মিনিস্টারকে যেভাবে প্রোটোকল দেওয়া হয় ওইভাবে একটা প্রোটোকল নিয়ে তিনি সেখানে গেছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *