ফিল্মি কায়দায় কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৫:

ডেস্ক রিপোর্ট :

রাজধানীর উত্তরায় র‍্যাব পরিচয়ে সংঘটিত এক কোটি টাকার বেশি অর্থ ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযুক্তদের কাছ থেকে নগদ অর্থ এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি কালো রঙের হাইস মাইক্রোবাসও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মুহিদুল ইসলাম।তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং ছিনতাইয়ের সময় ব্যবহৃত গাড়ির নম্বরের ভিত্তিতে চাঞ্চল্যকর এই মামলায় অভিযুক্ত পাঁচজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানান ডিসি মুহিদুল ইসলাম।গত শনিবার (১৪ জুন) সকাল ৮টা ৫০ মিনিটে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ৩৭ নম্বর বাসা থেকে এক কোটি ২২ লাখ ৯৮ হাজার টাকা নিয়ে দুটি মোটরসাইকেলে করে রওনা দেন স্থানীয় একটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানের (নগদ) ডিস্ট্রিবিউটরের চারজন কর্মী।তাদের গন্তব্য ছিল উত্তরা ১৩ সেক্টরের ১৩ নম্বর রোডের ৪৯ নম্বর বাসা, যেখানে অবস্থিত ছিল প্রতিষ্ঠানটির আরেকটি অফিস। কিন্তু পথিমধ্যে ১৩ নম্বর রোডের ৩৭ নম্বর বাসার সামনে পৌঁছাতেই একটি কালো রঙের হাইস মাইক্রোবাস তাদের গতিরোধ করে।র‍্যাবের পোশাক ও কালো কটি পরিহিত ৮-১০ জন অস্ত্রধারী ব্যক্তি নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে চারজনকে জিম্মি করে টাকা ভর্তি দুটি ব্যাগ ছিনিয়ে নেয়। মুখে কালো কাপড় বাঁধা ছিল ছিনতাইকারীদের। পরে তিনজনকে টাকার ব্যাগসহ জোরপূর্বক গাড়িতে তুলে নেয় তারা। একজন কর্মী দৌড়ে পালাতে সক্ষম হন, যার কাছে ছিল মাত্র ১ লাখ ৯৮ হাজার টাকা।এই চাঞ্চল্যকর ঘটনার তদন্তে মাঠে নেমেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ ছাড়াও ডিবি পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), এবং র‍্যাব।এদিকে, ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এদের মধ্যে নগদের উত্তরা ডিস্ট্রিবিউটর অফিসের ম্যানেজার রিয়াজুল ইসলাম, সুপারভাইজার সঞ্জয় কুমার, ওমর আহমেদ এবং তুরাগ অফিসের ম্যানেজার মাসুদুর রহমান রয়েছেন।মামলার বাদী আব্দুর রহমানকেও পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।নগদের উত্তরা ডিস্ট্রিবিউটর অফিস সূত্রে জানা গেছে, ওই দিন উত্তরা ও তুরাগ—উভয় শাখার অর্থ একত্র করে অফিসে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *