আবারও ঊর্ধ্বমুখী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম:

ডেস্ক রিপোর্ট :

হঠাৎ করে চাল, সবজি এবং মুরগির দাম বেড়ে যাওয়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ। বেড়েছে চালে দাম। সব ধরনের সবজির দামেও দেখা গেছে ভিন্ন চিত্র।আজ শুক্রবার (২০ জুন) রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি চালের দাম বেড়েছে দুই থেকে আট টাকা। বাজারভেদে সবচেয়ে বেশি বেড়েছে মাঝারি ও ভালো মানের সরু চালের দাম। ব্যবসায়ীরা বলছেন, মিলগেটে দাম বাড়ায় এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।চালের পাশাপাশি সব ধরনের সবজির দামও বেড়েছে। আগের তুলনায় কেজিপ্রতি ১০ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে পটল, করলা, বেগুন, ঢেঁড়সসহ অন্যান্য সবজি।এদিকে, সপ্তাহখানেক আগেও প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম যেখানে ছিল ১৫০ টাকা, এখন তা পৌঁছেছে ১৮০ টাকা কেজিতে। সোনালী মুরগির দাম প্রতি কেজিতে বেড়ে দাঁড়িয়েছে ৩২০ থেকে ৩৪০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *