পাটকেলঘাটা(সাতক্ষীরা)প্রতিনিধি:
পাটকেলঘাটায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষনের অভিযোগ। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ বছর পূর্বে পরিচয় হয় পাটকেলঘাটা থানার যুগীপুকুরিয়া গ্রামের গফুর সরদারের ছেলে বস্ত্র ব্যবসায়ী আল আমিন সরদার(২৬) ও একই থানার চৌগাছা গ্রামের শেখ রহমতুল্ল্যার মেয়ে ফাতেমা খাতুন (২৫) এর। ৭ বছর চলতে থাকে প্রেম। প্রেমের সম্পর্ক থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে আলামিন বিভিন্ন সময় ফাতেমার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এর ভিতরে ফাতেমা অন্তঃস্বত্বা হয়ে পড়লে আলামিনকে চাপ দিতে থাকে। এতে করে অবস্থার বেগতিক দেখে আলামিন সহজ সরল ফাতেমার বাচ্চাটাকে কৌশলে নষ্ট করে দেয়।
গত ১৪/০৬/২৫ তাং বিয়ে করার প্রতিশ্রুতিতে পাটকেলঘাটা হুজুরের হোটেলের পিছনে শামিমার বাসায় ভাড়া রাখে সেখানেও ধর্ষন করে। সুচতুর আলামিন বিয়ে করার শর্ত দেয় তাকে ৫ লক্ষ টাকা ও ৫/৬ ভরি স্বর্নালংকার দিতে হবে। আলামিন কৌশল করে ফাতেমার কাজ থেকে ৬০ হাজার টাকাও বাগিয়ে নিয়েছে। তার পরে বিয়ে না করার পায়তারা করতে থাকে। অসহায় ফাতেমার সাথে বর্তমানে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে আলামিন। বিষয়টা ফাতেমা আলামিনের বড় আব্দুল বারীকে জানালেও কোন সুরাহ হয়নি বরং বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকে। বর্তমানে আলামিনের ব্যবহৃত ০১৩১৫৪৪৫৭০৫ নাম্বারটি কিছুদিন ধরে বন্ধ আছে। ফাতেমা কোন উপায় না পেয়ে গতকাল ২১/০৬/২৫ তাং পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ দেন। আলামিন কে আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত শান্তি প্রদান করা হয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *