আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা: খুলনায় প্রেস সচিব:

ডেস্ক রিপোর্ট :

বর্তমান সরকার জনগণকে ইতিহাসের একটি সর্বোত্তম ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায়—খুলনায় এক মতবিনিময় সভায় এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।শনিবার (২৮ জুন) বিকেলে খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, আমরা প্রশাসনের সহায়তায় একটি ভালো, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।প্রেস সচিব বলেন, বাংলাদেশে সম্প্রতি যে গণঅভ্যুত্থান হয়েছে, সেটি ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। এর মূল লক্ষ্য ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। আমরা বিশ্বাস করি, দেশের সব মানুষ এখন চায় একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক পরিবেশ গড়ে উঠুক। সরকার সেই চাহিদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।তিনি আরও জানান, নির্বাচন কমিশনের কাঠামোতে ইতোমধ্যে একটি বড় ধরনের সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে। তার অংশ হিসেবে গঠিত রিফর্ম কমিশন সুপারিশ ও প্রস্তাবনা প্রদান করেছে, যেগুলোর আলোকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক দফায় আলোচনা হয়েছে। বর্তমানে সেই সুপারিশ অনুযায়ী সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া চলমান রয়েছে।শফিকুল আলম বলেন, আমরা আমাদের নির্ধারিত লক্ষ্য অনুযায়ী এগিয়ে যাচ্ছি। একটি ফ্রি, ফেয়ার ও ইনক্লুসিভ নির্বাচনই আমাদের লক্ষ্য। আমাদের ইচ্ছা, জনগণের রায়ে নির্বাচিত প্রতিনিধিরাই যেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। নির্বাচনকে একটি উৎসবমুখর পরিবেশে রূপ দিতে আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।খুলনার প্রসঙ্গে তিনি বলেন, গত ১৫ বছরে জাতীয় অর্থনীতিতে কিছু বড় ধরনের পরিবর্তন এসেছে, যার প্রভাব খুলনার অর্থনীতির ওপরও পড়েছে। বিশেষ করে পাট শিল্পে পতনের কারণে পূর্ববর্তী সরকার অনেকগুলো মিল বন্ধ করে দিতে বাধ্য হয়। তবে আমরা আশাবাদী, খুলনা তার হারানো ঐতিহ্য ফিরে পাবে এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।এ সময় প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় খুলনার শীর্ষস্থানীয় পত্রিকা, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *