খুলনার ঘটনা নিয়ে মুখ খুললেন প্রেস সচিব:

ডেস্ক রিপোর্ট :

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম খুলনা প্রেস ক্লাবে আন্দোলনকারীদের আগমন ও তাদের সঙ্গে কোন বিষয়ে কথা হয়েছে তা জানিয়েছেন। এ নিয়ে শনিবার (২৮ জুন) রাতে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি।প্রেস সচিব তার পোস্টে বলেন, দিনব্যাপী সফরে আজ আমরা খুলনায় এসেছিলাম। আমার সঙ্গে প্রেস উইংয়ের দুজন সহকর্মীও ছিলেন।খুলনা ডিসি অফিসে আমাদের একটি সংবাদ সম্মেলন ছিলো। সেখানে সংবাদ সম্মেলন শেষ করে আমরা খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করি। সেখান থেকে আমরা খুলনা প্রেস ক্লাবে যাই। তখন একজন কর্মকর্তা আমাদের খুলনা প্রেস ক্লাবের কিছু কক্ষ দেখাচ্ছিলেন, যেগুলো স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে ক্ষতিগ্রস্ত হয়েছিলো।

এসময় তিনি বলেন, ওই সময় প্রায় ২০০ জন বিক্ষোভকারী একটি প্রতিবাদী মিছিল নিয়ে প্রেস ক্লাব প্রাঙ্গণে আসেন। তারা খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদত্যাগ দাবিতে স্লোগান দিচ্ছিলেন। সাংবাদিকরা জানালেন, তারা তিন দিন ধরে একই দাবিতে বিক্ষোভ করছেন।এসময় শফিকুল আলম আরও জানান, বিক্ষোভকারীরা তাদের প্রতিবাদের বিষয়টি জানাতে আমার কাছে এসেছিলেন।খুলনা প্রেস ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে সভা শেষ করে আমি ক্লাবের নিচে নেমে আসি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে। আমরা ধৈর্য সহকারে তাদের অভিযোগ শুনেছি এবং তাদেরকে আশ্বাস দিয়েছি যে, তাদের বার্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব। আমরা সেখানে চা-বিস্কুট খেয়েছি। এর প্রায় ৩০ মিনিট পর খুলনা প্রেস ক্লাব থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *