তবে কি আর বিয়েই করবেন না জয়া?:

ডেস্ক রিপোর্ট :

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয় দক্ষতা এবং নিজের সৌন্দর্য দিয়ে জয় করেছেন লাখো দর্শকের হৃদয়। অভিনয়ে অসামান্য অবদানের জন্য জিতেছেন নানা পুরস্কারও। এবারের ঈদুল আজহায় ‘তান্ডব’ সিনেমায় দেখা গেছে এই অভিনেত্রীকে।এদিকে সম্প্রতি এক গণমাধ্যমের প্রোগ্রামে দেখা যায় জয়া আহসানকে। সেখান কাজ, বিয়েসহ ব্যক্তিগত নানান প্রসঙ্গে খোলামেলা প্রশ্নের উত্তর দেন জয়া। জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের শোবিজ অঙ্গনে ক্যারিয়ার শুরু হয়েছিল জয়া মাসউদ নামে। মডেল ও অভিনেতা ফয়সাল আহসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে নিজের নামের শেষে মাসউদের বদলে জুড়ে নেন আহসান। সেই থেকে তিনি ‘জয়া আহসান’ নামেই দুই বাংলায় সমধিক পরিচিত। তবে দীর্ঘদিন ধরে বৈবাহিক সম্পর্কে নেই জয়া। তাই বিভিন্ন সময়ে তার সাক্ষাৎকারে ওঠে আসে বিয়ের প্রসঙ্গ।‘জয়া আহসান বিয়ে করে না কেন’ এমন প্রশ্নে অভিনেত্রীর সোজা উত্তর, ‘ন্যাড়া বেলতলায় একবারই যায় আর যাওয়ার ইচ্ছে নেই’।তিনি আরও বলেন, ‘আপনারা যারা যেতে চান তারা যেতে পারেন নিজ দায়িত্বে। আমার এত আগ্রহ নেই’।অভিনেত্রীর কথায় বুঝা যায়, আর বিয়ে করবেন না তিনি।এর আগেও বিয়ে-সংসার প্রসঙ্গ নিয়ে বার বার কথা বলেছেন জয়া। এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে তিনি বলেন, আমি তো সংসারই করি। করছি। বিয়ে করলেই কি শুধু সংসার হয়? আমার দায়িত্ব আছে এত এত, তা সংসারের চেয়ে কম কী! আমি তো এসব করেই সময় পাই না। সবাইকে বিশ্বাস করতে হবে, বিয়ে করলেই সংসার হয় না। আমিও তো বিয়ে করে সংসার করেছিলাম। সেটার স্বাদও আমি নিয়েছি। এখন এই সংসারটা করছি। এটাই মন্দ কী। এটা তো ভালো লাগছে আমার। যেহেতু এটায় বেশি ভালো লাগছে, এই সংসারটাতে আমি সাকসেসফুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *