তেহরানে সব ফ্লাইট বাতিল করলো এমিরেটস:
ডেস্ক রিপোর্ট :
আঞ্চলিক পরিস্থিতির অবনতির কারণে ইরানের রাজধানী তেহরানগামী ও তেহরান থেকে ছাড়ার সব ফ্লাইট আগামী ৫ জুলাই পর্যন্ত বাতিল করেছে এমিরেটস এয়ারলাইন। আজ শনিবার (২৮ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত যারা দুবাই হয়ে ইরানে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তাদেরও যাত্রা শুরুর স্থান থেকেই ফ্লাইটে ওঠার অনুমতি দেওয়া হবে না।যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে সংস্থাটি।বিবৃতিতে এমিরেটস আরও উল্লেখ করেছে, আমরা পরিস্থিতির অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।