পদ্মায় ধরা পড়লো ৫০ কেজির বাঘাইড়:
ডেস্ক রিপোর্ট :
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৫০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। আজ শনিবার (২৮ জুন) দুপুরে মাছটি ধরা পড়ে সিদ্দিক হালদার নামের এক জেলের জালে। সিদ্দিক হালদার জানান, নদীতে পাওয়া বিশাল আকারের মাছটি তিনি দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নিয়ে মাছ ব্যবসায়ী চাঁন্দু মোল্লার কাছে ৭৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছেন। ভালো দামে বিক্রি করতে পেরে হাসি ফুটেছে তার মুখে।দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চাঁন্দু মোল্লা বলেন, অনেক দিন পর পদ্মায় এত বড় বাঘাইড় মাছ পাওয়া গেছে। চাহিদা থাকায় উন্মুক্ত নিলাম ডাকে জেলে সিদ্দিক হালদারের কাছ থেকে এক হাজার ৫৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নদীতে জিইয়ে রেখেছি। দেশের বিভিন্ন এলাকার সৌখিন মাছ ক্রেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছি। ক্রেতা পেলে কেজিপ্রতি ১০০ টাকা লাভে বাঘাইড়টি আমি বিক্রি করব।