ফের বহাল সদরপুর উপজেলা বিএনপির কমিটি:

ডেস্ক রিপোর্ট :

সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান (বদু কাজী) ও সদস্য সচিব মো. তরিকুল ইসলামের (কবির মোল্লা) সমন্বয়ে গঠিত আহ্বায়ক কমিটি ফের বহাল করা হয়েছে।বিলুপ্ত ঘোষণার ৩ দিন পরই বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত নতুন প্রেস বিজ্ঞপ্তিতে বিলুপ্ত কমিটি বহাল রাখা হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ জুন ২০২৫ ইং বুধবার ঢাকার নয়াপল্টনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে ফরিদপুর বিভাগীয় বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনার ভিত্তিতে গৃহীত হয় ফরিদপুর জেলার সদরপুর উপজেলা বিএনপির কমিটি বহাল থাকবে। এছাড়া অন্য সকল উপজেলায় নতুন কমিটি গঠন হবে।bnpএর আগে, রোববার (২২ জুন) বিএনপির ফরিদপুর বিভাগের সদরপুর উপজেলা কমিটিসহ অন্যান্য সকল উপজেলা কমিটি বিলুপ্ত করা হয় এবং কর্মী সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের নির্দেশ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফরিদপুর বিভাগের দল পূনর্গঠন সংক্রান্ত সাংগঠনিক টিম প্রধান ড. আসাদুজ্জামান রিপন। বিএনপির ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান ঐ চিঠিতে প্রতিস্বাক্ষর করেন। ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন বলেন, ‘আমাদের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক টিম প্রতিটি উপজেলায় নতুন কমিটি করার জন্য পুরাতন সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। কিন্তু এরমধ্যে সদরপুর উপজেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছিল না, তাই পরবর্তীতে দলের সিদ্ধান্তে আবার বহাল রাখা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *