সালমানের কোটি কোটি টাকা খরচ করে বুলেটপ্রুফ গাড়ি কেনার কারণ কী?:
ডেস্ক রিপোর্ট :
প্রায় ৬ কোটি টাকায় মার্সিডিজ-বেঞ্জ মেবাখ জিএলএস৬০০-এর একটি বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন বলিউড অভিনেতা সালমান খান। তবে এবার গাড়ি কেনার পেছনে রয়েছে নিরাপত্তার বিষয়টি।গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের পক্ষ থেকে পাওয়া ধারাবাহিক প্রাণনাশের হুমকি তার জীবনকে করেছে ঝুঁকিপূর্ণ। সেই কারণেই আগেও একটি বুলেটপ্রুফ গাড়ি কিনেছিলেন তিনি। এবার আরও উন্নত প্রযুক্তির নতুন বুলেটপ্রুফ গাড়িটি যুক্ত করলেন নিজের সংগ্রহে।মেবাখ জিএলএস৬০০-এর সাধারণ সংস্করণের দাম ভারতীয় বাজারে প্রায় ৩ কোটি রুপি বা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩ কোটি টাকা। তবে বুলেটপ্রুফ সংস্করণে অতিরিক্ত প্রযুক্তি সংযোজন করায় এর দাম বেড়ে ৬ কোটি টাকা ছাড়িয়ে গেছে। শুধু নিরাপত্তাই নয়, বিলাসিতার প্রতিটি উপাদান এতে রয়েছে। এই এসইউভিটি মাত্র ৪.৯ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে পৌঁছাতে পারে। আছে রিয়ার এক্সিকিউটিভ সিটিং, উন্নতমানের চামড়া দিয়ে তৈরি অভ্যন্তরীণ সজ্জা, প্যানোরামিক সানরুফ, কমপ্যাক্ট রেফ্রিজারেটর, বার্মেস্টার প্রিমিয়াম সাউন্ড সিস্টেমসহ অত্যাধুনিক সব সুবিধা। শক্তপোক্ত বডি আর বুলেটপ্রুফ নিরাপত্তা প্রযুক্তি গাড়িটিকে করে তুলেছে একেবারে ভিন্নমাত্রার।সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে সালমানকে দেখা গেছে এই গাড়ির সামনের আসনে বসে ভ্রমণ করতে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেকে বলছেন, কালো রঙের গাড়িটি সালমানের ব্যক্তিত্বের সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে।বলিউডে বিলাসবহুল গাড়ির মালিক বহু তারকা থাকলেও, দেশের মধ্যে এই নির্দিষ্ট মডেলের বুলেটপ্রুফ সংস্করণের প্রথম মালিক সালমান খানই।