২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে নতুন করে যা জানালেন মেসি
২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে নতুন করে যা জানালেন মেসি:
ডেস্ক রিপোর্ট: দর্শকমহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন সম্ভবত—লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না? তবে খেলার ব্যাপারে চিন্তা করছেন লিওনেল মেসি। সিদ্ধান্ত নেবেন এ বছরের মধ্যেই। স্মিপলি ফুটবলকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা। ২০২২ বিশ্বকাপ জয় ক্যারিয়ারের পূর্ণতা বলেও মন্তব্য করেন তিনি। আর্জেন্টাইন এই তারকা সাক্ষাৎকার ২০২৬ বিশ্বকাপ নিয়ে একেবারে সরাসরি না বললেও, ইঙ্গিত দিয়েছেন আসন্ন বিশ্বকাপে দেখা যেতে পারে তাকে। সাক্ষাৎকারে মেসি বলেন, ‘এই বছরটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি ২০২৬ বিশ্বকাপ খেলবো কি না সেই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার। অবশ্যই আমি চিন্তা করছি ২০২৬ বিশ্বকাপ খেলার ব্যাপারে। এখন দেখছি আমি সেখানে থাকার মতো যোগ্য কি না। আমাকে এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে সৎ হতে হবে। আমি বিশ্বকাপ ছাড়াই ক্যারিয়ার শেষ করতে যাচ্ছিলাম। তবে আমি তা জিতেছি। এটা আমার জীবনের সবকিছু। আমি বার্সেলোনায় থাকতে বিশ্বকাপ জিতেছি। আমার সব ট্রফি সেখানে থাকতে। এটাও দারুণ একটা অনুভূতির বিষয়।