ডুয়েটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত, আবেদন শুরু ২৮ মে থেকে:

ডেস্ক রিপোর্ট:

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুরে (ডুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হবে আগামী (২৮ মে) থেকে, এ প্রক্রিয়া চলবে আগামী ২০ জুন বিকাল ৪ টা পর্যন্ত।ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে ১০ আগষ্ট ২০২৫। ভর্তি পরিক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করার কথা রয়েছে ২৪ জুলাই, এরপর থেকে যোগ্য প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে।২০২৩ ও তৎপরবর্তী সেশনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরিক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ১ হাজার ৫’শ টাকা আবেদন ফি প্রদান করে নির্ধারিত ওয়েবসাইটে ভর্তি পরিক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে হবে।নির্ধারিত সিলেবাসের উপর ১ম ও ২য় পত্রে মোট ৩০০ নম্বরের ভর্তি পরিক্ষা হবে, এতে মোট নম্বরের ৪০% MCQ থাকবে। সিভিল ইঞ্জিনিয়ারিং , ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ সমূহে ১২০ টি আসন করে এবং আর্কিটেকচার, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং, মেটেরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ সমূহে ৩০ টি করে মোট ৭৫০ টি আসনে শিক্ষার্থীরা প্রতিযোগিতা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *