৯ বছরের বড় প্রেমিকাকে বিয়ে করছেন আখিল:

ডেস্ক রিপোর্ট :

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা নাগার্জুনা আক্কিনেনির কনিষ্ঠ পুত্র আখিল আক্কিনেনি এবার জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন। আগামী ৬ জুন ২০২৫ তারিখে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি। হবু স্ত্রী জয়নব রাবজি, একজন খ্যাতনামা চিত্রশিল্পী ও শিল্পপতি জুলফি রাবজির কন্যা।পরিবার সূত্রে জানা গেছে, বিয়ের কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে। মূল বিবাহ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রাজস্থানে। দুই পরিবার ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। যদিও এখনও নাগার্জুনা পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।জয়নব রাবজি ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। তিনি একজন স্বনামধন্য চিত্রশিল্পী, যার আঁকা ছবিগুলোর প্রদর্শনী হায়দরাবাদসহ বিভিন্ন জায়গায় হয়েছে। কয়েক বছর আগে আখিল ও জয়নবের পরিচয় ঘটে। ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হয়ে ওঠে এবং এবার তা পরিণয়ের পথে এগোচ্ছে।এই জুটিকে ঘিরে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, তা হলো তাদের বয়সের ব্যবধান। দ্য ফ্রি প্রেস জার্নালের তথ্য অনুযায়ী, আখিল আক্কিনেনির জন্ম ১৯৯৪ সালে, বর্তমানে তার বয়স ৩০ বছর। অন্যদিকে, জয়নব রাবজির বয়স ৩৯ বছর। অর্থাৎ, জয়নব তার চেয়ে ৯ বছরের বড়। বয়সের এই ব্যবধান নিয়ে সামাজিক মাধ্যমে ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে এখনো পর্যন্ত আখিল বা জয়নব এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।২০১৫ সালে মুক্তি পাওয়া তেলেগু ভাষার ‘আখিল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে আখিল আক্কিনেনির। ওই ছবির জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট মেল ডেবিউ – সাউথ অর্জন করেন। পরবর্তীতে *‘হ্যালো’, ‘মিস্টার মজনু’, ‘এজেন্ট’*সহ একাধিক সিনেমায় অভিনয় করে নিজস্ব অবস্থান তৈরি করেছেন।উল্লেখ্য আখিল ও জয়নবের সম্পর্ক, বিয়ের আয়োজন, পেশাগত পরিচিতি এবং বয়স সংক্রান্ত বিতর্কের বিষয়গুলো যাচাইযোগ্য সূত্রের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। আপনি চাইলে এই প্রতিবেদনটির ছোট সংস্করণ বা শিরোনামও পেতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *