ভারত কি হাসিনাকে ফেরত দিচ্ছে, সর্বশেষ যা জানা গেল:
ডেস্ক রিপোর্ট :
জুলাই হত্যাকাণ্ডের নির্দেশদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। তবে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছে কি না এ নিয়ে জনমনে নানা প্রশ্ন। এ বিষয়ে রোববার (৩ জুন) নতুন করে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো প্রসঙ্গে ভারতের কোনো জবাব পাওয়া যায়নি। তবে এ বিষয়ে এখনো কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।’এর আগে ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনার ফেরতের ব্যাপারে আলোচনা তোলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে সেই আলোচনা এড়িয়ে যান নরেন্দ্র মোদি। জুলাই গণহত্যার পর গত ৫ আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর পর থেকে সেখানে রয়েছেন তিনি। এদিকে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে।