৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ৫০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে:
ডেস্ক রিপোর্ট :
নাটোরের লালপুরে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে পঞ্চাশোর্ধ বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর থেকে পলাতক রয়েছে।ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ১২ জুন দুপুর ৩টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় প্রতিবেশী ওই ব্যক্তি কৌশলে শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পাশের পাট ক্ষেতে ডেকে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।ভুক্তভোগী শিশুর পিতা বলেন, অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যেন আর কোনো শিশুর সঙ্গে এমন আচরণ করার সাহস না পায়।এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকার কারণে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা এ ঘটনায় কোনো কথা বলতে রাজি হননি।এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ বলেন, ‘অভিযোগটি পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।