ফেসবুকে রক্তমাখা ছুরি দেখিয়ে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, ব্যক্তি গ্রেপ্তার:
ডেস্ক রিপোর্ট :
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রক্তমাখা ছুরি হাতে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেওয়ায় মো. আলমগীর (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৭ জুন) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, আলমগীর উপজেলার জাফরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মহসিন বাড়ির মৃত চুন্ন মিয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের কর্মী হিসেবেও পরিচিত।একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আলমগীর রক্তমাখা একটি ধারালো ছুরি হাতে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের উদ্দেশে অশ্লীল ভাষায় গালিগালাজ করছেন এবং প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়।এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, ‘ভিডিওটি হাতে পাওয়ার পর বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। পরে শুক্রবার রাতে আলমগীরকে আটক করা হয়।’তিনি আরও জানান, তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করে শনিবার আদালতে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, এই ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র, উসকানি বা উদ্দেশ্যপূর্ণ পরিকল্পনা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আলমগীরের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট বিশ্লেষণ করা হবে।