আদানির একটি ইউনিট চালু, পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু
আদানির একটি ইউনিট চালু, পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু:
ডেস্ক রিপোর্ট: প্রায় ১৭ ঘণ্টা বন্ধ থাকার পর ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট পুনরায় চালু হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ইউনিটটি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। একই দিনে সন্ধ্যা ৭টায় কেন্দ্রটি জাতীয় গ্রিডে সরবরাহ করে ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ। ধীরে ধীরে ইউনিট-১ থেকে বিদ্যুৎ সরবরাহ আরও বাড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। অপর একটি ইউনিট কবে নাগাদ চালু হতে পারে, এমন প্রশ্নে তিনি জানান, ক্ষতির মাত্রা এখনো নির্ধারণ করা হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইউনিটটি সচল হতে প্রায় সাত দিন সময় লাগতে পারে। আদানির বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত কয়লার দাম নিয়ে বিরোধ আছে। এটি নিয়ে আদানি ও বিপিডিবির মধ্যে আলোচনা চলছে। বকেয়া শোধ নিয়েও বিভিন্ন সময় তাগাদা দিয়েছে আদানি। গত বছর একবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি। এরপর নিয়মিত চলতি বিল পরিশোধ করায় তারা একটি ইউনিটের উৎপাদন চালু করে। গত ফেব্রুয়ারিতে পুরো বিদ্যুৎ সরবরাহের অনুরোধ করে বিপিডিবি। গত মার্চে শুরু থেকেই দুটি ইউনিটের বিদ্যুৎ সরবরাহ শুরু করে তারা। উল্লেখ্য, ভারতের গোধড়ে অবস্থিত আদানি গ্রুপের এই বিদ্যুৎকেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। গত ৮ এপ্রিল প্রথম ইউনিট এবং ১১ এপ্রিল সকালে দ্বিতীয় ইউনিটটির সরবরাহ বন্ধ হয়ে যায়, ফলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে চাপে পড়ে জাতীয় গ্রিড।