আগামী ৫ দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

৩ এপ্র ২০২৫

আগামী ৫ দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অফিস:

ডেস্ক রিপোর্ট:

বেশকিছুদিন ধরে প্রচণ্ড তাপে পুড়ছে রাজধানীসহ সারাদেশের মানুষ। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, নীলফামারী, মৌলভীবাজার, রাঙ্গামাটি, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে তাপমাত্রা কিছুটা কমার পাশাপাশি দেশের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা পূর্বাভাসে এমনটাই জানা গেছে। পূর্বাভাসে বলা হয়েছে সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। তবে গত ২৪ ঘণ্টায় সিলেটে ৫ মিলিমিটার বৃষ্টির হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে আরও বলা হয়েছে আগামীকাল শুক্রবার (৪ এপ্রিল) ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরের দিন শনিবার (৫ এপ্রিল) ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা বাড়বে। রোববার (৬ এপ্রিল) দেশের পাঁচ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এবং সোমবার (৭ এপ্রিল) শুধু ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এছাড়া পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টি বা বজ্রবৃষ্টি বাড়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।