অল্প টাকায় হলো ইতিহাসগড়া বিনিয়োগ সম্মেলন, কত?
অল্প টাকায় হলো ইতিহাসগড়া বিনিয়োগ সম্মেলন, কত?:
ডেস্ক রিপোর্ট: ইতিহাসগড়া এক বিনিয়োগ সম্মেলন হয়ে গেল বাংলাদেশে। বাংলাদেশের ব্যবসায়ী পরিবেশ সুস্থ ধারায় ফেরাতে এবং বিনিয়োগ আনার জন্য দেশি-বিদেশি ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫’ আয়োজন করে অন্তর্বর্তী সরকার। এই সম্মেলন আয়োজনে মাত্র দেড় কোটি টাকার মতো খরচ হয়েছে বলে দাবি করেছেন আয়োজক সংস্থা বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান। আজ রোববার (১৩ এপ্রিল) বিকেলে রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। নাহিয়ান রহমান বলেন, সামিটের মধ্যদিয়ে ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগ ঘোষণা এসেছে। এর বিপরীতে বাংলাদেশের খরচ হয়েছে ১ কোটি ৪৫ লাখ টাকা। এছাড়া ৬টি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের তথ্যও জানান তিনি। এবারের সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেশি ছিল জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি এবার ৫০টি দেশ থেকে ৪১৫ জন বিদেশি ডেলিগেট অংশ নিয়েছেন। সংখ্যার দিক থেকে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ ৫৮ শতাংশ। এ সময় বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, দেশের মানুষের সহনশীলতা, বিনিয়োগ সম্ভাবনার অবস্থা সচক্ষে দেখে বিদেশিরা উচ্ছ্বসিত। সামিটের সফলতা নিয়ে বিডা চিন্তিত নয়, বিদেশিদের কাছে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরাই ছিল সম্মেলনের প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।