বাংলা ১৪৩২-কে বরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থাকছে নানা আযোজন

১৪ এপ্র ২০২৫

বাংলা ১৪৩২-কে বরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থাকছে নানা আযোজন:

ডেস্ক রিপোর্ট: পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছর বাংলা ১৪৩২-কে বরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রস্তুত হয়ে উঠেছে নানা আয়োজনে। চারুকলা বিভাগের শিক্ষার্থীরা বরাবরের মতো এবারও নিজেদের শিল্পকর্মে সাজিয়েছেন পুরো আয়োজন। তবে এবার এক নতুনত্ব—‘মঙ্গল শোভাযাত্রা’ নাম বদলে রাখা হয়েছে ‘নববর্ষ শোভাযাত্রা’। এ বছরের প্রতিপাদ্য “বিপ্লবের সিঁড়ি বেয়ে আসুক নেমে আলো, নববর্ষে মুক্ত জীবন থাকুক আরো ভালো”, যা তুলে ধরেছে নতুন বছরে আলোকিত, মুক্ত সমাজ গঠনের প্রত্যয়। শোভাযাত্রায় অংশ নিতে চারুকলার শিক্ষার্থীরা তৈরিতে ব্যস্ত রঙিন পুতুল, চরকি, অরিগ্যামি পাখি, শাপলা-সূর্যমুখী ফুল, গরুর গাড়ি ও লোকজ শিল্পকর্ম। বাঁশ, কাঠ আর ক্যানভাসে ফুটে উঠেছে গ্রামবাংলার ঐতিহ্য। প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বসছে বৈশাখী মেলা, যেখানে থাকবে প্রায় ৩০টি স্টল। পাশাপাশি ভাষাশহীদ রফিক ভবনের নিচতলায় প্রকাশনা উৎসব ও বিকেল পাঁচটায় কনসার্ট হবে। কনসার্টে থাকছে ব্যান্ড ‘অ্যাশেজ’, ‘চান্দের গাড়ি’ ও ‘মেটাল ইরর’-এর পরিবেশনা। আয়োজনে সহযোগিতায় রয়েছে এয়ারটেল। ১৪৩২ বর্ষবরণের মূল কর্মসূচি: - সোমবার সকাল ৯:৩০টা: বিশ্ববিদ্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক ঘুরে ক্যাম্পাসে ফিরে আসবে - ১০:৪০টা: সাংস্কৃতিক অনুষ্ঠান - ১২টা: নাট্যকলা বিভাগের ‘ভেলুয়া সুন্দরী’ পালা - ৩টা: জবি ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের পরিবেশনা (কিম্ভূত, কোমল গান্ধার, অফসাইড ও একক শিল্পীরা অংশ নেবেন) - ৫টা: আমন্ত্রিত ব্যান্ড ও শিল্পীদের কনসার্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংসদ, আবৃত্তি সংসদ, উদীচী ও অন্যান্য সংগঠন পুরো আয়োজনে সক্রিয় অংশ নিচ্ছে। এভাবে নতুন বছরের প্রথম দিনটিকে রঙে-আলোয় বরণ করে নিতে প্রস্তুত জবির শিক্ষার্থীরা।