বাংলাদেশের সঙ্গে বৈঠক নিয়ে যা বলছে পাকিস্তানের গণমাধ্যম
বাংলাদেশের সঙ্গে বৈঠক নিয়ে যা বলছে পাকিস্তানের গণমাধ্যম:
ডেস্ক রিপোর্ট: প্রায় দেড় দশক পর আজ বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন (এফওসি)। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’য় আয়োজিত বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং পাকিস্তানের পক্ষে পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয়, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ ও ভিসা প্রক্রিয়া সহজীকরণ নিয়ে আলোচনা হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, ২০১০ সালের পর এই প্রথমবার দুই দেশের মধ্যে এফওসি অনুষ্ঠিত হলো। প্রতিবেদনে আরও বলা হয়, আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের সম্পর্ক উষ্ণ হতে শুরু করে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে দু’বার সাক্ষাৎ করেছেন— একবার জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে, আরেকবার ডি-৮ সম্মেলনে। বাংলাদেশ এখন পাকিস্তানের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে এবং সরাসরি জাহাজ চলাচল শুরু করেছে। দুই দেশের মধ্যে বাণিজ্য ও পর্যটন বাড়াতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার ইকবাল হোসেন খান জানান, পাকিস্তান বাংলাদেশে রপ্তানি বাড়াতে আগ্রহী। এদিকে, চলতি মাসের শেষ দিকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের সম্ভাবনা রয়েছে। এটি হবে ২০১২ সালের পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।