ভাইরাল সেই মোনালিসাকে ধর্ষণের অভিযোগে পরিচালক গ্রেপ্তার

অপরাধ ৩১ মার্চ ২০২৫

ভাইরাল সেই মোনালিসাকে ধর্ষণের অভিযোগে পরিচালক গ্রেপ্তার:

ডেস্ক রিপোর্ট:

কুম্ভমেলায় ভাইরাল সেই মোনালিসাকে সিনেমায় নেওয়া পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মোনালিসা ও সনোজ মিশ্র ভারতে মহাকুম্ভের স্নানে মোনালিসা ভোঁসলের রূপে মুগ্ধ হয়েছিল সবাই। একজন সাদামাটা তরুনীর নীল চোখে মুগ্ধ হয়েছিল ইন্টারনেট। তুমুল ভাইরাল সেই মোনালিসাকে বলিউডে নিয়ে আসতে চেয়েছিলেন পরিচালক সনোজ মিশ্র। মোনালিসাকে সিনেমার প্রস্তাবও দিয়েছিলেন তিনি। তবে সোমবার ধর্ষণের গুরুতর অভিযোগে গ্রেপ্তার হন সেই পরিচালক। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দিল্লি হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন সনোজ। যদিও তা খারিজ হয়ে যায়। অভিযোগ ওঠে এক তরুণীকে অভিনয়ের টোপ দিয়ে একাধিকবার ধর্ষণ করেন তিনি। অভিযোগকারী তরুণীর দাবি, ২০২০ সালে টিকটকে তার সঙ্গে আলাপ হয় সনোজের। সেই সময়ে তিনি ঝাঁসিতে থাকতেন। ২০২১ সালে ১৭ জুন এই পরিচালক তাকে ফোন করেন এবং ঝাঁসি স্টেশনে আসতে বলেন। তরুণী দাবি করেছেন, তিনি প্রথমে রাজি হননি। কিন্তু সেই সময়ে পরিচালক তাকে আত্মহত্যা করবেন বলে ব্ল্যাকমেইল করেছিলেন। সেই ভয়ে তরুণী পরিচালকের সঙ্গে দেখা করেন বলে দাবি। তিনি আরও অভিযোগ করেছেন, এরপর তাকে অভিনয়ের সুযোগ দেওয়ার টোপ দিয়ে একাধিকবার ধর্ষণ করেন সনোজ। এমনকী, তার আপত্তিকর ছবি এবং ভিডিও তুলে হুমকিও দিতে থাকেন রোজ। তরুণী এই বিষয়ে মুখ খুললে তা ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছিলেন পরিচালক। মোনালিসাকে নিয়ে ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ নামের একটি সিনেমা তৈরির পরিকল্পনা করছিলেন সনোজ। কিন্তু এখন পরিচালকের গ্রেপ্তারিতে কোন দিকে মোড় নেবে ছবির ভবিষ্যৎ তা নিয়েই দ্বিধায় অনুরাগীরা। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি সেই ভাইরাল কন্যা মোনালিসা।

ট্যাগ