ভারতের দুই ট্রেনের সংঘর্ষ, ইঞ্জিনে আগুন
ভারতের দুই ট্রেনের সংঘর্ষ, ইঞ্জিনে আগুন:
ডেস্ক রিপোর্ট :
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জে দুটি পণ্যবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৩টার দিকে ফারাক্কা থেকে লালমাটিয়া যাচ্ছিল একটি পণ্যবাহী ট্রেন। পথে ওই ট্রেনটি দাঁড়িয়ে থাকা আরেকটি পণ্যবাহী ট্রেনকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রেন দুটির ইঞ্জিন ভেঙে গিয়ে আগুন ধরে যায়। ঘটনার পর, দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় দুই ট্রেনচালক প্রাণ হারান এবং আহত চারজন রেলকর্মীকে নিকটবর্তী কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। দুর্ঘটনার ফলে ট্রেন চলাচল ব্যাহত হয় এবং ওই রুটের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, লাইন পুনরুদ্ধারে ২ থেকে ৩ দিন সময় লাগতে পারে। এ ঘটনায় ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং দুটি ট্রেন কীভাবে একই লাইনে চলে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। তবে, ভারতীয় রেলওয়ের কর্মকর্তারা জানান, এই দুর্ঘটনার সঙ্গে ভারতীয় রেলের সরাসরি কোনো সম্পর্ক নেই। সংশ্লিষ্ট ট্র্যাকটি ঝাড়খণ্ডের কাহালগাঁও এবং ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে সংযোগকারী, যা সম্পূর্ণভাবে এনটিপিসি (ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন)-এর মালিকানাধীন এবং পরিচালিত। এই ট্র্যাকটি এনটিপিসি লালমাটিয়া এমজিআর নামে পরিচিত, এবং এর পরিচালনায় ভারতীয় রেলওয়ের কোনো ভূমিকা নেই।