ভোলায় দুর্ধর্ষ ডাকাত ফোরকান গ্রেপ্তার
ভোলায় দুর্ধর্ষ ডাকাত ফোরকান গ্রেপ্তার:
ডেস্ক রিপোর্ট:
মেঘনা নদীর কুখ্যাত ডাকাত দলনেতা মো. ফোরকান ওরফে ফোরকান ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ ভোলা ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৮টার দিকে চরফ্যাশন উপজেলার মাতৃনিলয় ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার ফোরকান চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানার চর কলমি ইউনিয়নের উত্তর চর মায়া গ্রামের বাসিন্দা। র্যাব-৮ ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার রিফাত অভি এক প্রেস ব্রিফিংয়ে জানান, ফোরকান ভোলার তজুমদ্দিন ও চর মোজাম্মেলসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি করছিল। তার বিরুদ্ধে ভোলা ও পটুয়াখালীর বিভিন্ন থানায় ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফোরকানকে গ্রেপ্তার করা হয়। তাকে থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।