‘বরবাদ’ ছাড়িয়ে গেছে অ্যানিমেল-কেজিএফ-তুফানকে, বলছেন দর্শক
‘বরবাদ’ ছাড়িয়ে গেছে অ্যানিমেল-কেজিএফ-তুফানকে, বলছেন দর্শক:
ডেস্ক রিপোর্ট:
ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশের বিনোদন অঙ্গনে এবার এক ভিন্ন রকমের আনন্দের ছোঁয়া লেগেছে। প্রতি বছরই ঈদে একাধিক সিনেমা মুক্তি পায়, কিন্তু এবার মুক্তির তালিকায় রয়েছে ৬টি ছবি, যার মধ্যে অন্যতম মেগাস্টার শাকিব খানের অভিনীত সিনেমা ‘বরবাদ’। এই সিনেমাটি ইতোমধ্যে দেশব্যাপী ১২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার মুক্তির পর, সিঙ্গেল স্ক্রিন, সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্স মিলিয়ে সারাদেশে ৫০০ এরও বেশি শো চলছে। এটি একটি বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে কারণ ঈদে সাধারণত দর্শকদের আনাগোনা বেড়ে যায়। এদিকে, প্রেক্ষাগৃহ মধুমিতায় ‘বরবাদ’ সিনেমার শুভ উদ্বোধন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কেক কেটে। অনুষ্ঠানে শাকিব খান ভক্তদের উচ্ছ্বাসপূর্ণ উপস্থিতি লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, প্রেক্ষাগৃহের বাইরে শাকিব ভক্তদের উপচে পড়া ভিড়। ‘বরবাদ’ সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয় এবং এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। সিনেমার পোস্টার, টিজার ও গান ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে, এবং এখন সিনেমাটি দর্শকদের প্রত্যাশা পূরণের জন্য বড় পর্দায় চলছে। এবারের ঈদে শাকিব খানের ‘বরবাদ’ যে নতুন মাত্রা নিয়ে আসবে তা স্পষ্ট, এবং দর্শকরা এটি উপভোগ করতে প্রেক্ষাগৃহে ছুটে আসছে। তারা বলছেন, অ্যানিমেল, কেজিএফ কিংবা তুফানের মতো সিনেমাকে ছাড়িয়ে গেছে ‘বরবাদ’।