ছুটি না পেয়ে একসঙ্গে ঈদ উদযাপন করলেন নারী ক্রিকেটাররা

খেলা ১ এপ্র ২০২৫

ছুটি না পেয়ে একসঙ্গে ঈদ উদযাপন করলেন নারী ক্রিকেটাররা:

ডেস্ক রিপোর্ট:

পাকিস্তানের মাটিতে শুরু হতে যাচ্ছে নারী বিশ্বকাপের বাছাইপর্ব। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০২৫ বিশ্বকাপ নিশ্চিতের লক্ষ্যে সেখানে অংশগ্রহণ করবে। বিশ্বকাপ বাছাইপর্ব আগামী ৫ থেকে ১৯ এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হবে। এদিকে বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে নারী ক্রিকেটাররা বর্তমানে ক্যাম্পে ব্যস্ত সময় পার করছেন। ঈদুল ফিতরের ছুটিও পাননি তারা। তাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনেই ঈদ উদযাপন করেছেন নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারি এবং দলের অন্যান্য সদস্যরা। সোমবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ঈদের শুভেচ্ছা জানিয়ে একাধিক ছবি প্রকাশ করেছেন। পরিবারের বাইরে ঈদ কাটানো নারী ক্রিকেটারদের গ্রুপ ছবিতে ঈদের সাজে উজ্জ্বল দেখা গেছে।

উল্লেখ্য, আগামী ৩ এপ্রিল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে। ক্যাম্পের অংশ হিসেবে তারা ঈদের আগের দিনও অনুশীলন করেছেন। বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ দল তাদের প্রথম ম্যাচ খেলবে ১০ এপ্রিল, প্রতিপক্ষ থাইল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ এপ্রিল। ১৫ এপ্রিল হবে তৃতীয় ম্যাচ, যেখানে প্রতিপক্ষ স্কটল্যান্ড। চতুর্থ ম্যাচের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল। পঞ্চম ও শেষ ম্যাচটির প্রতিপক্ষ পাকিস্তান, যেটি মাঠে গড়াবে ১৯ এপ্রিল। এদিকে দিনের ম্যাচগুলো সকাল ১০টায় এবং দিবারাত্রির ম্যাচগুলো শুরু হবে দুপুর আড়াইটায়। টুর্নামেন্টের সব ম্যাচই লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত হবে।

ট্যাগ