চিরচেনা রূপে সদরঘাট, ঈদ যাত্রায় লঞ্চে উপচে পড়া ভিড়
চিরচেনা রূপে সদরঘাট, ঈদ যাত্রায় লঞ্চে উপচে পড়া ভিড়:
ডেস্ক রিপোর্ট:
ঈদকে কেন্দ্র করে রাজধানীর সদরঘাট ফিরেছে সেই চিরচেনা রূপে। লঞ্চগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। আজ শুক্রবার (২৮ মার্চ) সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখওয়াত হোসেন জানান, কোন লঞ্চ অতিরিক্ত যাত্রী ও বেশি ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এদিকে আজ বিকেল থেকেই লঞ্চ ঘাটে আসতে থাকেন ঘরমুখো মানুষ। সন্ধ্যার মধ্যেই প্রতিটি লঞ্চ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনেক যাত্রী আশ্রয় নেন ছাদেও। যেকোনো ধরণের দুর্ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রাখা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে।