চিত্রশিল্পীর বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৬
চিত্রশিল্পীর বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৬:
ডেস্ক রিপোর্ট: মানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ এ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আসামিরা হলেন- সদর উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক আল-আমিন ওরেফে তমাল (২২), যুগ্ম সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহাম্মদ পিয়াস (২২),নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মীম মারুফ, আমিনুর রহমান (২৪), সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন (৫৪), ছাত্রলীগ নেতা খান মোহাম্মদ রাফি ওরফে সিজন (১৮)। সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন. বুধবার চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় সন্দেহজনকভাবে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।