চমক নিয়ে আসছে ‘ইত্যাদি’, এবারের আয়োজনে যা থাকছে

বিনোদন ১ এপ্র ২০২৫

চমক নিয়ে আসছে ‘ইত্যাদি’, এবারের আয়োজনে যা থাকছে:

ডেস্ক রিপোর্ট:

ঈদুল ফিতরের আনন্দে দেশের বিনোদন অঙ্গন এখন নতুন রঙে সেজে উঠেছে। ঈদের সময় বিশেষ করে বাংলাদেশের মানুষদের কাছে এক অসাধারণ বিনোদন হিসেবে পরিচিত হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠান। এবারের ঈদেও দর্শকদের জন্য নিয়ে এসেছে দারুণ কিছু চমক। এই বিশেষ পর্বটি দেশের সর্ববৃহৎ টেলিভিশন চ্যানেল বিটিভিতে প্রচারিত হবে আজ (১ এপ্রিল) রাত ৮টার বাংলা সংবাদের পর। প্রতি বছরের মতো এবারের ঈদেও ‘ইত্যাদি’ এর অনুষ্ঠানে থাকছে সাড়ে তিন দশকের ইতিহাসের সেরা আয়োজন। ইত্যাদি: ঐতিহ্য ও সংস্কৃতির এক অসাধারণ মেলবন্ধন ঈদ এলেই বাংলাদেশে শোরগোল পড়ে যায়, দেশের প্রতিটি ঘরে ঘরে ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ইত্যাদি’ দেখার জন্য প্রবল আগ্রহের সৃষ্টি হয়। গত কয়েক দশক ধরেই এই অনুষ্ঠানটি কোটি কোটি দর্শকের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। এবারও হানিফ সংকেত তার নিজস্ব স্টাইলে ভিন্নতা এবং বৈচিত্র্য আনার চেষ্টা করেছেন। ‘ইত্যাদি’ অনুষ্ঠানে নানা ধরনের বর্ণাঢ্য আয়োজনে ধরা দেয় বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও আনন্দের প্রতিফলন। জাতীয় কবি নজরুল ইসলামের গান দিয়ে শুরু ‘ইত্যাদি’ এর এবারের ঈদ পর্ব শুরু হয়েছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’-এর মাধ্যমে। প্রতিবছরের মতো এবারও ঈদ উপলক্ষে দেশের নানা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষার্থী একত্রিত হয়ে এই গানটি পরিবেশন করেছেন। তাদের সম্মিলিত পরিবেশনা এবং মঞ্চের সামনে উপস্থিত হাজার হাজার দর্শক পুরো অনুষ্ঠানে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী, যার সুরে একটি পরিপূর্ণ আবহ তৈরি হয়েছে। চমকপ্রদ দর্শক নির্বাচন ও সেলিব্রিটি উপস্থিতি ‘ইত্যাদি’ এর দর্শক নির্বাচন প্রক্রিয়াটি বরাবরই থাকে অত্যন্ত রোমাঞ্চকর। এবারও তার ব্যতিক্রম হয়নি। নির্বাচিত তিনজন দর্শকের মুখোমুখি হয়েছেন সেলিব্রিটি, অভিনেতা নাসির উদ্দিন খান, যিনি গত কয়েক মাসে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন। ঈদের এই বিশেষ পর্বে ‘ইত্যাদি’ এর নিয়মিত চরিত্র নাতি এবং কাশেম টিভির রিপোর্টারসহ আরও কিছু নতুন চরিত্র এবং নাট্যাংশ উপস্থিত থাকছে। অনুষ্ঠানটির নাট্যাংশে অভিনয় করেছেন দেশের শীর্ষস্থানীয় অভিনেতারা। সংগীত ও নৃত্যে নতুনত্ব প্রতি ঈদের বিশেষ ‘ইত্যাদি’ পর্বে সংগীতের ক্ষেত্রে থাকে এক অনন্য বৈচিত্র্য। এবারেও রয়েছে এমন কিছু গান যা দর্শকদের বিস্মিত করবে। এদের মধ্যে অন্যতম হচ্ছে দুই জনপ্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান একসঙ্গে কণ্ঠ দিয়েছেন ‘ইত্যাদি’র একটি গানে। গানটির কথা লিখেছেন ইনামুল তাহসিন এবং সুর করেছেন প্রীতম হাসান নিজেই। আরেকটি চমকপ্রদ গান রয়েছে যেখানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় ঢালিউড অভিনেতা সিয়াম আহমেদ এবং ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। এই দুই শিল্পী তাদের প্রথমবারের মতো একসঙ্গে গেয়েছেন একটি রোমান্টিক গান। গানের কথা লিখেছেন কবির বকুল, সুর করেছেন ইমরান মাহমুদুল, এবং সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল। নতুন চিত্রায়ণ ও নৃত্য ইত্যাদির নৃত্য পর্বটি বরাবরই দর্শকদের মুগ্ধ করে থাকে। এবারও এই বিশেষ পর্বে এক ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজন করা হয়েছে। নৃত্য পর্বে অংশগ্রহণ করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রী সাফা কবির, সাদিয়া আয়মান, সামিরা খান মাহি ও পারসা ইভানা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন একদল নৃত্যশিল্পী, এবং এই নাচটির সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ। প্রতিভা ও রুচির সম্মিলন ‘ইত্যাদি’ এর শিল্প নির্দেশনায় আবারও ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। এই ঈদ পর্বটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত, যিনি দীর্ঘদিন ধরে বাংলার টেলিভিশন প্রোগ্রামগুলির মধ্যে সেরা মান নিশ্চিত করেছেন।

ট্যাগ