ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২

১৩ এপ্র ২০২৫

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২:

ডেস্ক রিপোর্ট: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজনই বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন পুরুষ ও একজন নারী মারা যান। একই সময়ে সারাদেশে নতুন করে ২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১০ জন ভর্তি হয়েছেন বরিশাল বিভাগের হাসপাতালে। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ছয়জন (প্রতিটি সিটিতে তিনজন করে)। এছাড়া ঢাকা বিভাগের জেলা পর্যায়ের হাসপাতালে চারজন ও চট্টগ্রাম বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন দুজন। এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩২ জন। এ নিয়ে চলতি বছরে মোট ১ হাজার ৯৫৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।