ঢাকাসহ যেসব অঞ্চলে চার দিন কালবৈশাখীর আভাস
ঢাকাসহ যেসব অঞ্চলে চার দিন কালবৈশাখীর আভাস:
ডেস্ক রিপোর্ট: বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখকে কেন্দ্র করে সারা দেশে বইছে উৎসবের আমেজ। ঠিক সেই সময় এক গুরুত্বপূর্ণ পূর্বাভাস দিয়েছে দেশের আবহাওয়া অধিদপ্তর। আগামী চার দিন দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখীসহ টানা বৃষ্টি হতে পারে। বৃষ্টির এই খবর একদিকে যেমন গরমের মধ্যে জনমনে স্বস্তি আনতে পারে, ঠিক তেমনি তা হতে পারে বৈশাখী অনুষ্ঠান ও জনজীবনের জন্য চ্যালেঞ্জ। বাংলাদেশ আবহাওয়া অফিস জানায়, আজ সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের ছয়টি বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। পরবর্তী দুই দিন অর্থাৎ ১৫ ও ১৬ এপ্রিলেও একই রকম পরিস্থিতি থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং কোনো কোনো জায়গায় বজ্রপাতসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এছাড়া ১৩ এপ্রিলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল রাঙামাটি ও চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয়দপুর ও তেঁতুলিয়ায় ১৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার আর্দ্র বায়ু প্রবাহের কারণে এই বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া একটি নিম্নচাপ সিস্টেম ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে সক্রিয় রয়েছে, যা পশ্চিমবঙ্গ ও আসাম অঞ্চল হয়ে বাংলাদেশের ওপর দিয়ে অগ্রসর হচ্ছে। বৃষ্টির কারণে দেশের কৃষিজ ও সড়ক পরিবহন খাতে সাময়িক প্রভাব পড়তে পারে। বিশেষ করে পহেলা বৈশাখ উপলক্ষে যেসব মেলা ও খোলা জায়গার আয়োজন রয়েছে, সেগুলোতে বৃষ্টি বিঘ্ন ঘটাতে পারে। তাই আয়োজকদের উচিত বিকল্প ব্যবস্থা নেওয়া। উল্লেখ্য, টানা বৃষ্টির পূর্বাভাসের মধ্যেও মানুষের মধ্যে রয়েছে বৈশাখী উৎসবের উদ্দীপনা। তবে সাধারণ মানুষকে বৃষ্টির সময় সড়কে চলাচলে সতর্কতা অবলম্বন এবং বজ্রপাত থেকে নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।