দেড় ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামে বস্তির আগুন নিয়ন্ত্রণে

১৫ এপ্র ২০২৫

দেড় ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামে বস্তির আগুন নিয়ন্ত্রণে:

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম নগরীর সিআরবির মালিপাড়া এলাকায় ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ২০টি কাঁচা-পাকা ঘর। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয়রা জানান, অধিকাংশ ঘর ঘিঞ্জি ও কাঁচাপাকা হওয়ায় আগুন খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই বাসিন্দারা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে কিছু বোঝার আগেই ঘরবাড়ি পুড়ে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে অভিযান শুরু করে এবং সকাল ৬টা ৩০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, আগুন কীভাবে লেগেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।