দেশে পেপ্যাল-ওয়াইজ-স্ট্রাইপের সুবিধা চান ফ্রিল্যান্সাররা
দেশে পেপ্যাল-ওয়াইজ-স্ট্রাইপের সুবিধা চান ফ্রিল্যান্সাররা:
ডেস্ক রিপোর্ট: দেশে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালুর দাবি জানিয়েছেন দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর প্রেসক্লাবে বাংলাদেশ ফ্রিল্যান্সার ও আইটি প্রফেশনাল কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান কমিউনিটির সদস্যরা। এসময় এই দাবিকে সমর্থন জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বরাবর পেশকৃত স্মারকলিপি পাঠ করা হয়। বক্তারা জানান,পেমেন্ট সেবাগুলো চালু না হওয়ায় আন্তর্জাতিক ক্লায়েন্টদের সঙ্গে কাজ করতে বিশেষ সীমাবদ্ধতার মুখোমুখি হচ্ছেন তারা। বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও আইটি খাতের অগ্রগতি লক্ষ্যে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমের সহজলভ্যতা সময়ের দাবি উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারুণ ফ্রিল্যান্সাররা।