ধর্মীয় ভাবাবেগে আঘাত, সানি দেওলের ‘জাট’ বয়কটের দাবি
ধর্মীয় ভাবাবেগে আঘাত, সানি দেওলের ‘জাট’ বয়কটের দাবি:
ডেস্ক রিপোর্ট: খ্রিস্টানদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে এবার খ্রিস্টান সম্প্রদায়ের রোষানলে সানি দেওল অভিনীত ‘জাট’। গির্জায় দেখানো এক দৃশ্য নিয়ে বিতর্কের সূত্রপাত। যেখানে দেখা গেছে, চার্চে যখন প্রার্থনা চলছে তার মাঝেই সেখানে হামলা চালায় রণদীপ হুদা অভিনীত চরিত্র। ঠিক তার পিছনেই দেখা যায় ক্রুশবিদ্ধ যিশুকে। পবিত্র গির্জার ভিতরে এমন গুন্ডামি দেখানোর জন্যই আপত্তি তুলেছে খ্রিস্টান সম্প্রদায়। খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের মতে, এমন দৃশ্য আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। গির্জা সব থেকে পবিত্র স্থান। সেখানে কীভাবে হামলার দৃশ্য দেখানো হয়? তাদের অভিযোগ, দৃশ্যটি ভারতের খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মবিশ্বাসের বিরুদ্ধে ইচ্ছাকৃত ষড়যন্ত্রের অংশ বলে মনে হচ্ছে। বলিউড মাধ্যম সূত্রে খবর, খ্রিস্টান সম্প্রদায়ের তরফে প্রথমটায় ভাবা হয়েছিল, প্রেক্ষাগৃহের বাইরে বিক্ষোভ প্রদর্শন করা হবে। তবে পুলিশ সেই প্ল্যান নষ্ট করে দেয়। প্রতিবাদ করার ছাড়পত্র পায়নি তারা। পরে, ওই ধর্মীয় সংগঠনের তরফে যুগ্ম পুলিশ কমিশনারের কাছে ‘জাট’ বয়কটের দাবি তুলে এক অভিযোগনামা জমা দিয়েছেন। সম্প্রতি ‘জাট’ ছবির প্রচারে গিয়ে সানি দেওল সাংবাদিকদের উদ্দেশে জানিয়েছিলেন, ‘জাট কোনও ধর্মীয় উসকানিমূলক ছবি নয়, দয়া করে এর গায়ে ধর্মীয় তকমা সেটে দেবেন না। ছবিটি সম্পূর্ণ বিনোদনমূলক। আমরা চাই দর্শকরা ছবিটা উপভোগ করুক, এর বেশি কিছু নয়। আমরা সব ধর্মকে ভালোবাসি। একজন অভিনেতা হিসাবে ছবির মাধ্যমে গোটা বিশ্বের সামনে নিজের দেশের প্রতিনিধিত্ব করি আমরা। তাই দেশের সম্মান খর্ব হবে এমন কোনও বিষয় আমাদের ছবিতে দেখাতে চাই না। ছবির মাধ্যমে আমরা কোনও ধর্মীয় বার্তা দিতে চাই না।’ এর আগে সিনেমাটির নাম নিয়ে আপত্তি তুলেছিল শিখ সম্প্রদায়। দিন কয়েক আগেই রামনবমীতে মুক্তিপ্রাপ্ত ‘ও রাম শ্রীরাম’ গানটি নিয়ে বিরক্তি প্রকাশ করে হিন্দু সংগঠন। এবার খ্রিস্টান সম্প্রদায়ের রোষানলে সানি দেওলের ‘জাট’।