একদিনের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৩
একদিনের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৩:
ডেস্ক রিপোর্ট: মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনের ব্যবধানে আবারও বিমান দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের বোকা রাতোন বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের পক্ষ থেকে এ ঘটনা নিশ্চিত করে বলা হয়, দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার অবস্থা গুরুতর নয়। সিবিএস নিউজ এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, সকাল ১০ টা ২০ মিনিটের দিকে, তিনজন আরোহী নিয়ে একটি সেসনা ৩১০ বোকা র্যাটোন বিমানবন্দর থেকে ছেড়ে তালাহাসি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছু সময় পর সেটি বিধ্বস্ত হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা ছবিতে দেখা গেছে, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি একটি মহাসড়কের ওপর পড়ে আছে এবং সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। দুর্ঘটনার পর প্রকাশিত এক বিবৃতিতে বোকা র্যাটোনের মেয়র স্কট সিঙ্গার প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটির হাডসন নদীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহী নিহত হন।